পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবানের অভিযানে ১৩০ লিটার চোলাই মদ, সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ জুন) ভোরের দিকে বান্দরবান সদর থানাধীন সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আবু তৈয়বের (৩৫) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায়।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, আসামির বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।