জব্দ করা গাঁজা। ছবি: ডিএমপি

রাজধানীর পল্টন মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি জানায়, গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) ও রোববার (২০ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. মেহেদী হাসান অপু, মো. জাহাঙ্গীর হোসেন ও সাব্বির ওরফে নাদিম। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পল্টন মোড়ের এআর মল্লিক টাওয়ারের সামনে থেকে মেহেদী ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। আসামি মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেইন গেটের সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।