অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর নৌ থানা-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ৮৩ লাখ ৬১ হাজার ৭৬৭ মিটার কারেন্ট জাল এবং ১২০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) নৌ পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ২৫ কোটি ৮ লাখ ৫২ হাজার ৪১০ টাকা এবং মাছের দাম ৬০ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।