পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা-পুলিশ মাত্র ২৪ ঘণ্টায় ক্লুলেস আজিম মোল্লা হত্যার রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (২৬ জুন) আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বালিয়াকান্দি থানাধীন নবাবপুর ইউনিয়নের বাসিন্দা আজিম মোল্লা গত শনিবার (২৫ জুন) রাতে বাসায় ফেরেননি। পরে স্বজনেরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি। পরদিন রোববার সকালে গ্রামের পাশের পাটখেতে ভুক্তভোগীর লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর মামলা করে পুলিশ। এরপর শুরু হয় তদন্ত।

তদন্তের একপর্যায়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ বিষয়ে পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা বলেন, তথ্য ও প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আমরা মামলার রহস্য উন্মোচন করি এবং আসামিদের গ্রেপ্তার করি।