সিএমপির বাকলিয়া থানার অভিযানে শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তার নারী। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে অপহরণ করা ৫ মাসের শিশু উদ্ধার হয়েছে।

এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকলিয়া থানার পুলিশ জানায়, মামলার বাদী তাসলিমা আকতারের বর্তমান ঠিকানায় নাফিজা আক্তার সুমী সাবলেট হিসেবে বসবাস করে আসছিলেন। ৭ নভেম্বর সকাল ৮টার দিকে পাঁচ মাসের মেয়ে আছমা উল-হোসনাকে সুমীর কোলে দিয়ে বাদী তাঁর বাসার ওয়াশরুমে গোসলে যান। তিনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন, সুমী ও তাঁর মেয়ে বাসায় নেই।

তখন তিনি সুমীসহ তাঁর মেয়েকে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রুমে এসে দেখতে পান, তাঁর ব্যবহৃত ভিভো মোবাইল ফোন ও ওয়্যারড্রবে থাকা দুই হাজার টাকা নেই।

বিষয়টি বুঝতে পেরে বাদী বাকলিয়া থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযানে নেমে কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন বড় বগডেইল এলাকা থেকে আছমা উল-হোসনাকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত নাফিজা আক্তার সুমীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর হেফাজত থেকে বাদীর চুরি হওয়া একটি মোবাইল ফোন ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়।