গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি : সুনামগঞ্জ জেলা পুলিশ

সুনামগঞ্জ জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৯ আসামিসহ ৫৩ জন গ্রেপ্তার হয়েছেন।

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ১৭ জন (সদর-১, দোয়ারাবাজার-৩, তাহিরপুর-২, বিশ্বম্ভরপুর-২, শান্তিগঞ্জ-৯), সিআর ওয়ারেন্টভুক্ত ২০ জন (জগন্নাথপুর-৫, তাহিরপুর-১, বিশ্বম্ভরপুর-৭, দিরাই-২, শাল্লা-৫); জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন (সদর), সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন (জগন্নাথপুর), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জন (সদর-২, বিশ্বম্ভরপুর-১, জগন্নাথপুর-১, দোয়ারাবাজার-২), অন্যান্য মামলায় ৭ জন (সদর-৬, জামালগঞ্জ-১) এবং ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ১ জন।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।