জব্দকৃত ইয়াবা বড়িসহ গ্রেপ্তার আসামি। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ বুধবার (২৬ জানুয়ারি) ভোরে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকে এ অভিযান চালানো হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা যুবক উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা।

পুলিশ সুপার শিহাব বলেন, আজ ভোরে মাদকের চালান মজুতের খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করলে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এ সময় ওই বাড়িতে তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ হাজার পিস ইয়াবা বড়ি। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার।