চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখীর কবলে পড়ে ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর যুগান্তরের।

গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার বলেন, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে গুপ্তছড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। স্পিডবোটে ২০ জনের মতো যাত্রী ছিল। এখন পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ আছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।