ডিবি পুলিশের অভিযানে উদ্ধার করা গাঁজা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ছবুর উদ্দিন ছগির ও মিতুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার নীপা বিশ্বাস, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার (৯ জুন) ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় তথ্য আসে, কতিপয় ব্যক্তি মতিঝিল ইনার সার্কুলার রোড এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বেলা তিনটার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রাইভেট কারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেট কারে তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরেও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কুমিল্লা জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের নামে ডিএমপির মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।