জব্দ করা অস্ত্রসহ গ্রেপ্তার ৫ আসামি। ছবি : সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া থেকে ১৫ মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, চাইনিজ কুড়াল, রামদা ও ছুরি জব্দ করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। খবর দ্য ডেইলি স্টারের।

গ্রেপ্তার আসামিরা হলেন—রাহাদ বিশ্বাস ওরফে পিয়াল (২৬), আরিফ মণ্ডল (২৯), আশরাফুল ইসলাম (২৫), রমজান আলী (২৪) ও আলীম শেখ (২৩)।

পুলিশ জানিয়েছে, এর মধ্যে পিয়ালের নামে খুন, ডাকাতি, চুরি, অস্ত্র ও মাদকসহ ১৫টি মামলা আছে এবং তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় রাসেল শেখ, পলাশ বিশ্বাস, মিথুন শেখ, ফরিদ ওরফে কালা ফরিদ, মো. লালটু ও টোকন পাটোয়ারীসহ আটজন পালিয়ে যান।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করা হবে।