বেশ কিছু দিন ধরেই কমছে স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্সের গ্রাহক। এ কারণে প্রথমবার যুক্তরাষ্ট্রে ১৫০ জন কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

ওটিটি প্ল্যাটফরম হিসেবে বিশ্বের অন্যতম বড় বিনোদন মাধ্যমে পরিণত হওয়া নেটফ্লিক্স মঙ্গলবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাদের কার্যালয় থেকে কর্মী কমানোর ঘোষণা দেয়।

নেটফ্লিক্স জানিয়েছে, কোম্পানির আয় কমে যাওয়ায় তাদের কর্মী কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক বিবৃতিতে নেটফ্লিক্স জানিয়েছে, ব্যক্তির যোগ্যতার কারণে নয়, প্রাথমিকভাবে ব্যবসার চাহিদা বিবেচনায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

কোন বিভাগের কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তা স্পষ্ট করেনি নেটফ্লিক্স।

ওটিটি এই প্ল্যাটফরম একাই শুধু কর্মী ছাঁটাই করছে না। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো যেমন উবার ও টুইটারও জানিয়েছে, তারা নিয়োগ কমিয়ে দিচ্ছে বা স্থগিত রাখছে।