মাত্র ১৪ বলে ফিফটি করে আবার নিজের জাত চিনিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে রাসেল আরেকবার বুঝিয়ে দিলেন তাঁর পেশির জোর। খবর বিডিনিউজ২৪ডটকমের।

সেন্ট কিটসে এবারের আসরের তৃতীয় ম্যাচে শুক্রবার জ্যামাইকা তালাওয়াহসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের হয়ে বিধ্বংসী এই ইনিংস খেলেন রাসেল।

১৯তম ওভারে সেন্ট লুসিয়ার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজজে চারটি ছক্কা ও একটি চার মারেন রাসেল। শেষ ওভারে ক্যারিবিয়ান পেসার ওবেড ম্যাককয়কে মারেন দুটি ছক্কা, দুটি চার। ইনিংসের শেষ দুই বলে বাউন্ডারিতে তিনি স্পর্শ করেন ফিফটি ও রেকর্ড। ৬ ছক্কা ও ৩ চারে ১৪ বলে ঠিক ৫০।
সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে রাসেলের চেয়ে দ্রুতগতির ফিফটি আছে কেবল চারজনের। ১২ বলে ফিফটির বিশ্বরেকর্ড যৌথভাবে যুবরাজ সিং, হজরতউল্লাজ জাজাই ও ক্রিস গেইলের। যুবরাজ করেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে, গেইল ২০১৬ সালে বিগ ব্যাশে এবং জাজাই ২০১৮ আফগান প্রিমিয়ার লিগে। মার্কাস ট্রেসকোথিক ২০১০ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে ফিফটি করেন ১৩ বলে।