১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের হেফাজতে গ্রেপ্তার রোহিঙ্গা। ছবি: বাংলাদেশ পুলিশ

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প সদস্যদের অভিযানে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭, মেইন-ব্লক-সি, সাব-ব্লক-এইচ/৭৯ এর সুজি খানার পূর্ব পার্শ্বের একটি পরিত্যক্ত বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা ব্যক্তি হলেন কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১৭ এর মৃত করিমুল হকের ছেলে কুরবান আলী (৩০)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১টি রাইফেলের গুলি ও একটি রাইফেলের গুলির খালি খোসা জব্দ করা হয়।

জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএনের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেবের নেতৃত্বে কুইক রেসপন্স টিম ও মোবাইল টিমের সহায়তায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-১৭, মেইন-ব্লক-সি, সাব-ব্লক-এইচ/৭৯ এর সুজি খানাসংলগ্ন একটি বসতঘর থেকে আসামি কুরবানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।