চুরি করা মালামালসহ গ্রেপ্তার আসামি। ছবি : পুলিশ নিউজ

মৌলভীবাজারের কুলাউড়া থানা-পুলিশের অভিযানে ১৩টি চোরাই মোবাইল ফোন, একটি মনিটর, ২ হাজার ২০০ টাকাসহ একজন গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার আসামির নাম কামরুল হাসান (১৯), তিনি মৌলভীবাজারের কুলাউড়া থানার ৫নং ব্রাহ্মণবাজার ইউপির বাসিন্দা।

গতকাল বুধবার রাতে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার এলাকা থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে কুলাউড়া থানাধীন ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য ব্রাহ্মণবাজারে শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন ‘মা টেলিকম’ দোকানের শাটারের চারটি তালা ভেঙে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, একটি কম্পিউটার মনিটর ও ২ হাজার ২০০ টাকাসহ মোট ১ লাখ ১ হাজার ৮০৫ টাকার মালামাল চুরি হয়।

চুরির সংবাদ পাওয়ার পর কুলাউড়া থানার ওসির নেতৃত্বে একটি দল চুরির ঘটনায় জড়িত চক্রকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযানে নামে। চুরির রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী দোকানের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত কামরুল নামের একজনকে শনাক্ত করে।

বুধবার রাতে অভিযান চালিয়ে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্য অনুযায়ী চুরি করা মালামাল জব্দ করা হয়।

এই ঘটনায় দোকানমালিক শাহিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কামরুলের বিরুদ্ধে কুলাউড়া থানায় আজ বৃহস্পতিবার মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।