এপিবিএনের হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আলাউদ্দিন তালুকদার দ্য ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান।

১২ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, ময়মনসিংহের ভালুকা থানার একটি অর্থঋণ মামলায় আসামির এক বছরের সাজা হয়েছিল। তাঁকে গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়েছে।