সিলেটের বিয়ানীবাজার থানার অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটের বিয়ানীবাজার থানা-পুলিশের অভিযানে জুয়া আইনে ১১ জন এবং পরোয়ানাভুক্ত চার আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিয়ানীবাজার থানার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এক বান্ডেল তাস, নগদ ১৫ হাজার ৭০০ টাকা, প্রিন্টের কাঁথাসহ জুয়া খেলায় উপস্থিত ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লিটন আহমদ (৪১), আবদুর রব (৬০), আবু বক্কর (৫৫), আবদুল মন্নাফ (৪৫), লিটন আহমদ (৪৫), জামিল আহমদ (৪০), ফয়েজ আহমদ (৪৯), সাহাব উদ্দিন (৪৭), লিটন আহমদ (৩৪), শামসুল ইসলাম (৩৮) ও আলী হোসেন (৩৮)।

এর বাইরে বিয়ানীবাজার থানার তিলপাড়া ইউনিয়ন ও মোল্লাপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি আফজাল কবির মিঠু (২৫), হাবিবুর রহমান রাহি (২০), রফিক উদ্দিন (৬০) ও আম্বিয়া বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।