ভোলার পূর্ব ইলিশা নৌ ফাঁড়ির অভিযানে জব্দকৃত গাঁজা ও আটক আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

আনুমানিক ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভোলার পূর্ব ইলিশা নৌ ফাঁড়ি।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় মঙ্গলবার অভিযান চালিয়ে এ পরিমাণ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করে পূর্ব ইলিশা নৌ ফাঁড়ি। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।