রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নুর আলম ও মো. মেহেদী হাসান মোল্লা।

অভিযানে নেতৃত্ব দেওয়া বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ পিপিএম জানান, শনিবার ঢাকা মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে, কতিপয় মাদক কারবারি ফকিরাপুল এলাকায় মাদক নিয়ে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত সাড়ে আটটায় ১০ কেজি গাঁজাসহ নুর আলম ও মেহেদী হাসান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে বিক্রির জন্য অবস্থান করছিলেন।

তিনি বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার নুর আলমের নামে ডিএমপির গেন্ডারিয়া থানায় মাদকের একটি মামলা রয়েছে।

ডিএমপির মতিঝিল থানায় করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।