প্রতারিত হয়ে বিকাশে হারানো টাকা ১০ এপিবিএনের তৎপরতায় উদ্ধার করা হয়। তারপর সে টাকা হস্তান্তর করা হয় প্রকৃত মালিককে। ছবি: বাংলাদেশ পুলিশ

প্রতারকদের ফাঁদে পা দিয়েছিলেন তাঁরা। বিকাশের মাধ্যমে প্রতারকেরা তাঁদের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল ৩৫ হাজার টাকার বেশি অর্থ। তবে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১০ এপিবিএন), বরিশাল-এর তৎপরতায় উদ্ধার হয়েছে সেই অর্থ। হারানো টাকা ফিরে পেয়েছেন প্রকৃত দুই মালিক।

১০ এপিবিএন, বরিশাল-এর কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম (সেবা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের বেহাত হওয়া মোট ৩৫ হাজার ৫০০ টাকা অর্থ বুঝিয়ে দিয়েছেন। টাকা ফেরত পেয়ে দুই ভুক্তভোগী ১০ এপিবিএন, বরিশালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রতারিত হয়ে বিকাশে হারানো টাকা ১০ এপিবিএনের তৎপরতায় উদ্ধার করা হয়। তারপর সে টাকা হস্তান্তর করা হয় প্রকৃত মালিককে। ছবি: বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (বিকিউএম) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দে, ইন্সপেক্টর শাহ ফয়সাল আহমেদসহ অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ও সাইবার অপরাধ সেলের অন্য পুলিশ সদস্যরা।