গ্রেপ্তার চার প্রতারক

রাজধানীর মিরপুর থেকে ডলার জালিয়াত চক্রের হোতা বেলায়েত হোসেন ওরফে শেখ প্রকাশকে ডলার ও তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। খবর জাগো নিউজের।

পুলিশ জানায়, প্রতারকরা ডলার বিক্রির কথা বলে ১০০ মার্কিন ডলার দেখিয়ে বান্ডিলের উপরে-নিচে ১০০ ডলারের নোট দিত। ভেতরে ১ ডলার দিয়ে কৌশলে পালিয়ে যেতেন।

গ্রেপ্তার বাকি তিনজন হলেন- মো. জসিম হাওলাদার (২৪), মো. বিরাজ শিকদার (৬৫) ও মো. রাসেল গাজী।

এসময় তাদের কাছ থেকে ১০টি ১০০ মার্কিন ডলার, ১ ডলার ৩৮টি, ৫০০ টাকার বাংলাদেশি নোট ২টি এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার প্রতারকরা মানুষকে ডলার বিক্রির কথা বলে ১০০ মার্কিন ডলার দেখিয়ে বান্ডিলের উপরে-নিচে ১০০ ডলারের নোট দিয়ে বান্ডিলের মধ্যে ১ ডলার দিয়ে কৌশলে পালিয়ে যান।

অফিসার ইনচার্জ বলেন, গ্রেপ্তার বেলায়েত একজন প্রতারক। তিনি মূলত ডলার দিয়েই মানুষের সঙ্গে প্রতারণা করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১২টি মামলা রয়েছে। তারা প্রথমে একজন ডলার ক্রেতাকে টার্গেট করেন।বাজারদরের চেয়েও কম দামে ডলার তারা দিতে পারবেন বলে ক্রেতাকে লোভে ফেলেন। এরপর বান্ডিলের উপরে ১০০ ডলার ও নিচে ১০০ ডলারের নোট দিয়ে মাঝে সব এক ডলারের নোট দিয়ে দেন।

নোটগুলো দেখতে অনেকটা একই হওয়ায় প্রথম দেখায় সহজে কেউ ধরতে পারে না। আর এই সুযোগেই বেলায়েত ও তার সহযোগীরা পালিয়ে যান। তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই প্রতারণা করেন। প্রাইভেটকার নিয়েই তারা ঘোরেন। চক্রের আরেক সদস্য জসিমের বিরুদ্ধেও ৩টি মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।