হিজলা নৌ পুলিশ ফাঁড়ি সোমবার অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ৬০ মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা জব্দ করেছেন, পাশাপাশি গ্রেপ্তার করেছেন ১০ জনকে।

আজ সোমবার মেঘনাসহ মেঘনার বিভিন্ন শাখানদীতে অভিযান চালিয়ে ওই জাল ও মাছ জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, সোমবার বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মেঘনা নদীসহ মেঘনার বিভিন্ন শাখা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা। পাশাপাশি ১২০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। ১০ জন আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।