মেঘনা নদীতে অভিযান চালাচ্ছেন হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা জব্দ করেছেন।

আজ ২৪ মার্চ সকালে এই অভিযান চালানো হয়।

উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা ও জাটকার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

অভিযানে ৩ জনকে আটক করা হয়। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

পরে উদ্ধার জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।