জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

বরিশালের মেঘনা নদী ও এর আশপাশের বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ২২ লাখ মিটারের বেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। সেই সঙ্গে ছয়জনকে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।