২ এপিবিএনের অভিযানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সোমবার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। কোলাজ: পুলিশ নিউজ

২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে উদ্ধার হওয়া ৩০টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭৫ হাজার ৬৯৫ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকার কদমতলী থানা, ফেনী সদর মডেল থানা, কাশিমপুর থানা, মুরাদনগর থানা, কোতোয়ালি থানা, টঙ্গী পূর্ব থানা, কক্সবাজার সদর মডেল থানা, উখিয়া থানা, সীতাকুণ্ড থানা, কোতোয়ালি মডেল থানা, বান্দরবান সদর থানা, বায়েজীদ বোস্তামী থানা, সিদ্ধিরগঞ্জ থানা, চান্দগাঁও থানা, সাতকানিয়া থানা, পটিয়া থানা, চন্দনাইশ থানা, কামরাঙ্গীরচর থানা, চকবাজার থানা, সোনাগাজী থানা, রাঙ্গুনিয়া থানা, জোরারগঞ্জ থানায় হওয়া জিডির পরিপ্রেক্ষিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম ৩০টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোবাইল ও টাকা সোমবার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।