স্বজনদের সঙ্গে মাইশা। ছবি : বাংলাদেশ পুলিশ

হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা-পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) রাতে নগরীর লিলি সিনেমা হলের মোড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর শনিবার (৯ মার্চ) সকালে মাইশাকে তার মায়ের কাছে সোপর্দ করে পুলিশ।

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কুমার দেবনাথ জানান, নগরীর লিলি সিনেমা হলের মোড়ে একটি শিশু কাঁদছে, এমন খবরের ভিত্তিতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তার নাম মাইশা। বাড়ি তিসলাই গ্রামে। তার মা ভিক্ষা করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে মাইশার মামার সঙ্গে যোগাযোগ করা হয়।

মাইশার মামা জানান, মাইশার মা-বাবার বিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকে মাইশাকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে ভিক্ষা করতেন তার মা। শুক্রবার ভিক্ষা করার সময় মাইশা হারিয়ে যায়।

শনিবার সকালে হারানো শিশুকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান মাইশার মা।