উদ্ধার করা মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) পল্টন থানার এলাকা থেকে একটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (৭ জুলাই) ৭ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে মোবাইলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, গাজীপুরের কাশিমপুর থানার ১৪ ফেব্রুয়ারি নয়ন মিয়া নামের এক ব্যক্তি মোবাইল হারিয়ে যাওয়ায় জিডি দায়ের করেন। পরে সিডিআর পর্যালোচনায় দেখা গেছে, হারিয়ে যাওয়া মোবাইলটি ডিএমপির পল্টন থানা এলাকায় ব্যবহার করা হচ্ছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপস্ অ্যান্ড ইনটেলিজেন্স উইংয়ের এসআই আবু তাহের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে হারানো মোবাইলটি উদ্ধার করেন।