গাজীপুরে হারানো স্মার্টফোন উদ্ধারের পর সেটি তার প্রকৃত মালিককে হস্তান্তর করে উত্তরা ৫ এপিবিএন। ছবি: এপিবিএন

হারিয়ে যাওয়া একটি স্মার্টফোন উদ্ধারের পর তা প্রকৃত মালিক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হস্তান্তর করল ৫ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)।

এপিবিএন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উৎপল চন্দ্র সরকারের একটি স্মার্টফোন হারিয়ে যায়। এ ঘটনায় তিনি গাজীপুর সদর থানায় জিডি করেন। পরে তিনি ৫ এপিবিএনের ফেইসবুক পেজেও যোগাযোগ করেন। এরপর ৫ এপিবিএনের এএসপি মুহাম্মদ নুর ইসলামের নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ সাইবার টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত ১ জানুয়ারি মো. মাসুম সরদার নামের এক ব্যক্তির কাছ থেকে ওই ফোনটি জব্দ করে। পরে ফোনটি প্রকৃত মালিক উৎপল চন্দ্রের কাছে হস্তান্তর করা হয়।