যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে হারানো ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত মে মাসে মোট ৪৪টি হারানো মোবাইল ফোন,বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেওয়া ১ লাখ ২৬ হাজার ১৮৬ টাকা উদ্ধার ও হ্যাক হওয়া ১৪টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছে।

উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা আজ শনিবার বেলা ১১টায় যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশে যশোর ‘খ’ সার্কেলের অতিরিক্ত সুপার মুকিত সরকার পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ,যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সদস্যবৃন্দ ও ভুক্তভোগীরা।

সেলটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতরণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ করে চলেছে।