৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেটের সদস্যরা হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

মৌলভীবাজার সদর থানায় করা এক জিডির পরিপ্রেক্ষিতে ৭ এপিবিএনের সদস্যরা সিডিআর পর্যালোচনা করে দেখেন, হারানো মোবাইল ফোনটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকায় ব্যবহার করা হচ্ছে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ৭ এপিবিএনের অপস্ এন্ড ইনটেলিজেন্স উইংয়ের এসআই ( নিরস্ত্র) মো. নুরুল হুদার নেতৃত্বে একটি টিম ৩ জুলাই জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে।

পরে প্রকৃত মালিকের কাছে ফোনটি হস্তান্তর করা হয়।