হারানো মোবাইল উদ্ধারের পর তা প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়। ছবি: এপিবিএন

রাজধানী ঢাকায় এক ব্যক্তির হারানো মোবাইল উদ্ধারের পর তা তাঁকে হস্তান্তর করেছে এপিবিএন।

এপিবিএন সূত্রে জানা গেছে, এপিবিএন উত্তরা, ঢাকার সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে আজ বৃহস্পতিবার অফিসার ও ফোর্স উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। পরে মোবাইলটির মালিক মো. মঞ্জু মিয়াকে হস্তান্তর করা হয়।

এপিবিএন উত্তরা, ঢাকার সহকারী পুলিশ সুপার (সাইবার ক্রাইম) মুহাম্মদ নুর ইসলাম জানান, সাইবার রিলেটেড ক্রাইম, মানব পাচার রোধে অপরাধী সনাক্ত ও হারানো মোবাইল উদ্ধারসহ সকল প্রকার প্রতারক চক্র প্রতিহত করার কাজে ৫ এপিবিএন সব সময় সক্রিয় থাকবে।