প্রকৃত মালিকদের হাতে উদ্ধার করা মোবাইল হস্তান্তর। ছবি: বাংলাদেশ পুলিশ

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালের ইন্টেলিজেন্স শাখার সাইবার টিম বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল উদ্ধারের পর সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

১০ এপিবিএন বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন উদ্ধার করা ৭টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। মোবাইল ফোন ফেরত পেয়ে তাঁরা ১০ এপিবিএন বরিশাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

হারানো মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল সিআইএর সাইবার টিম কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের হারানো মোবাইল দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে।