হারানো ফোন ফিরিয়ে দিচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে খুলনা রেলওয়ে জেলার আওতাধীন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভ্যানিটি ব্যাগ ও ফোনটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি জানায়, উদ্ধার করা ফোনে কয়েকটি মিসড কল দেখতে পেয়ে ওই নম্বরে ফোন করা হয়। অপর প্রান্তে এক নারী কল ধরে বলেন, নিজের ভ্যানিটি ব্যাগ ও ফোন চুয়াডাঙ্গা রেলস্টেশনে ফেলে রেখে এসেছেন তিনি। তাঁর স্বামী মোহাম্মদ আজিজ বিজিবি সদস্য। স্বামীর ফোন নম্বর দিয়ে ফোনটি তাঁকে বুঝিয়ে দিতে বলেন ওই নারী।

পরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ফোনটি বুঝিয়ে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে রেলওয়ে পুলিশকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি।