আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

বিএনপির নেতা-কর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর প্রবেশমুখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচির সময় দলটির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়, বাসে অগ্নিসংযোগ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

বিএনপির অবস্থান কর্মসূচির সময় হামলায় আহত হন এই পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ