জব্দ করা ফেনসিডিল। ছবি: ডিএমপি

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২৬০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

ডিএমপি জানায়, সোমবার (২৩ মে) সন্ধ্যায় হাতিরঝিল থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মোসা. ইয়াসমিন, মোসা. আয়েশা আক্তার, মোসা. আঁখি আক্তার, মোসা. হাসনেয়ারা বেগম ও মোসা. সুরাইয়া আক্তার।

গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।