ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সমন্বয় সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। ছবি: ডিএমপি নিউজ

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম বলেছেন, কোনোমতেই পশুর হাটের চৌহদ্দির বাইরে পশু রাখা যাবে না। পশুবাহী ট্রাক কোন হাটে যাবে, সে ব্যাপারে ট্রাকের সামনে ব্যানার টানানো থাকবে। হাটে নেওয়ার জন্য গরু নিয়ে টানাটানি করা যাবে না। ব্যবসায়ীকে তাঁর পছন্দমতো হাটে গরু নিয়ে যেতে দিতে হবে।

বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, ঈদ জামাত ও ঈদ-পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদুল ফিতরে আমরা ১ কোটি ৩০ লাখ লোকের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে পেরেছিলাম। এবারও সোয়া কোটির মতো লোক ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়বে। আশা করি আমরা তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পারব।’