রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা-পুলিশ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. সাইদুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজারীবাগের ১১/১ গজমহল নামক বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানার একটি টিম।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদে জানা যায়, হাজারীবাগের গজমহল নামক বাড়িতে একজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বসতঘর তল্লাশি করে খাটের নিচে থাকা স্কুলব্যাগের মধ্যে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাইদুল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হাজারীবাগ এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের হাজারীবাগ থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।