যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে মাউই দ্বীপে দুই হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। দ্বীপটিতে ৩৫ হাজারের বেশি মানুষের বসবাস। এর মধ্যে বুধবার পর্যন্ত লাহানিয়া শহরে ৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, অঙ্গরাজ্যটিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ঘূর্ণিঝড় ‘ডোরা’র কারণে বয়ে যাচ্ছে দমকা বাতাস। ফলে আগুন আরও ভয়াবহ হয়েছে। এর জেরে বুধবার রাত পর্যন্ত হাওয়াইয়ের অনেক অঞ্চলে দাবানলের উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। লাহানিয়া শহর ছাড়াও মাউই দ্বীপে বেশ কয়েকটি এলাকা দাবানলে জ্বলছে।

পর্যটনকেন্দ্র লাহানিয়া শহরের গভর্নর জোশ গ্রিন জানিয়েছেন, আগুনে লাহানিয়ার অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে। শত শত পরিবারকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানল থেকে বাঁচতে পর্যটকদের দ্রুত মাউই দ্বীপ ছাড়তে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ। বাসে করে তাঁদের হোটেল থেকে স্থানীয় বিমানবন্দরে পৌঁছে দিতে দেখা গেছে। তবে আগুনের কারণে অনেক ফ্লাইট বিলম্ব হয়েছে। কিছু ফ্লাইট বাতিলও হয়েছে। এতে বিমানবন্দরে আটকা পড়েছেন অনেক পর্যটক।