হাইওয়ে কুমিল্লা রিজিওনের মহিপাল হাইওয়ে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

হাইওয়ে কুমিল্লা রিজিওনের মহিপাল হাইওয়ে পুলিশ ফেনীতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে। ফেনী মডেল থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২১ জুন (বুধবার) ভোরে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. জাহাঙ্গীর হোসেন (৩৮)। তাঁর কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, হাইওয়ে কুমিল্লা রিজিওনের মহিপাল হাইওয়ে থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন দিবাগত রাতে ফেনী মডেল থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। ২১ জুন ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে থামার সংকেত দেয় পুলিশের দলটি। কিন্তু সে সংকেত অমান্য করে গাড়িটি চলে গেলে তার পিছু নেয় হাইওয়ে পুলিশের দলটি। এ সময় গাড়িটি হঠাৎ ইউটার্ন নিয়ে ঢাকার দিকে ফেরার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত গতি থাকার কারণে গাড়িটি সড়কের আইল্যান্ডে উঠে যায়। তাৎক্ষণিক পুলিশের দল প্রাইভেট কারের চালক জাহাঙ্গীরকে আটক এবং গাড়ির পেছনে ডালা থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা হয়েছে।