পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজন করা হয় হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা। ছবি: বাংলাদেশ পুলিশ।

হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায়
পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমার সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপারএস এম মুরাদ আলি ।

এ সময় তিনি এ জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শোনেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

মাসিক কল্যাণ সভা শেষে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে একজন পুলিশ অফিসারের হাতে। ছবি: বাংলাদেশ পুলিশ।

এরপর তিনি দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন।

মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, আরআই, আরওআইসহ জেলার সব অফিসার ইনচার্জ।