ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা পরিদর্শন করছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। ছবি : পুলিশ নিউজ

হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির তত্ত্বাবধানে হবিগঞ্জের গোপায়ায় পলিটেকনিক ইনস্টিটিউটে এ লিখিত পরীক্ষা হয়।

তিন দিনের শারীরিক সক্ষমতা যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা আজ লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১৯ মার্চ সকাল ১০টার দিকে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে।

নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ছাড়াও ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মনোনীত প্রতিনিধি এসবির বিশেষ পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

হবিগঞ্জের গোপায়ায় পলিটেকনিক ইনস্টিটিউটে এই পরীক্ষা হয়। ছবি : পুলিশ নিউজ

আরও উপস্থিত ছিলেন—হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমানসহ অনেকে।