চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ব্যবসায়ী মহিউদ্দিন হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মঞ্জু মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।
গত বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‌্যাব জানিয়েছে, ২০১৮ সালের ২১ আগস্ট ব্যবসায়ী মহিউদ্দিন কাজ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন।

১ সেপ্টেম্বর নিশ্চিন্তপুর দীঘিপাড় এলাকার জঙ্গল থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। এই হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মঞ্জু মিয়া। মামলার প্রায় সাড়ে পাঁচ বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু জানিয়েছেন, মহিউদ্দিনের ব্যবসায়িক পণ্য সরবরাহের কাজ করতেন তিনি। ২০১৮ সালের ২১ আগস্ট আসামি মঞ্জু এবং তাঁর অন্য সহযোগীরা টাকার লোভে মহিউদ্দিকে হত্যা করে নিশ্চিন্তপুরের গহিন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়।সূত্র: কালের কণ্ঠ।