নোয়াখালী পুলিশের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালীতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে বিদেশে পালানোর সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৭ জানুয়ারি (শুক্রবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. মহিন উদ্দিন ওরফে মঈন উদ্দিন ওরফে মহিন। তিনি স্ত্রী প্রথমা আক্তার পলী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

নোয়াখালী পুলিশ জানায়, স্ত্রী পলীকে হত্যার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় ২০০৫ সালের ২ সেপ্টেম্বর স্বামী মহিন উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় বিচার শেষে মহিন উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ২৭ নভেম্বর তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর মহিন পালিয়ে বিদেশ চলে যাওয়ার চেষ্টা করেন। এ খবরে পুলিশ ২৭ জানুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।