মানিকগঞ্জ ডিবির অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার আসামি। ছবি: পুলিশ নিউজ

হত্যাকাণ্ডের ১৫ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার ভোররাত ৪টার দিকে রাজশাহীর বাঘা থানার কেশবপুরের বাড়ি থেকে আসামি সোহেল রানাকে (২৮) গ্রেপ্তার করে ডিবি।

আসামির হেফাজত থেকে তাঁর হাতে নিহত আজিদ প্রামানিকের ব্যবহৃত বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২২ মে দিনমজুরির কাজের উদ্দেশ্যে তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যান। পরবর্তী দিন সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আজিদ প্রামানিকের সঙ্গে সোহেলের পরিচয় হয়। এর কিছুক্ষণ পর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে হরিরামপুর থানাধীন হেলাচিয়া এলাকার লাভলু মিয়া দৈনিক ৫০০ টাকা মজুরি হারে কাজের জন্য সোহেল ও আজিদকে নিয়ে যান।

সেই বাড়িতে কাজের সময় ঝগড়ার একপর্যায়ে আজিদকে হত্যা করেন সোহেল। পরে তিনি পালিয়ে বাড়িতে চলে যান। পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।