আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি: বিএমপি

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

বরিশাল পুলিশ লাইনস মাঠে বুধবার সকালে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার বরিশাল আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বরিশাল রেঞ্জ পুলিশের আয়োজন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা হচ্ছে।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএমপি কমিশনার বলেন, ‘যেকোনো ধরনের খেলাধুলা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে; শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায়। কাবাডি খেলা আমাদের প্রাণের খেলা, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে রয়েছে। আমাদের তরুণেরা কাবাডি খেলার মাধ্যমে অসাধারণ ক্রীড়াশৈলী ও ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে, আমরা সেই প্রত্যাশা করি।’