মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও উন্নত বাংলাদেশের প্রত্যাশিত পুলিশ নিয়ে ক্লাসের খণ্ড চিত্র। ছবি: পুলিশ নিউজ

মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও ‘ভিশন ২০৪১: উন্নত বাংলাদেশের প্রত্যাশিত পুলিশ’ বিষয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

পিটিসি খুলনার সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশালে বৃহস্পতিবার এ ক্লাস হয়।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা টিআরসিদের এ বিষয়ে ক্লাস নেন।

মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকাবিষয়ক ক্লাসে কমান্ডিং অফিসার বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধে পাক বাহিনীকে প্রতিরোধে প্রথম বুলেট ছুড়েছিল বাংলাদেশ পুলিশ।’

তিনি উপস্থিত টিআরসিদের গর্ব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান।

পুলিশবিষয়ক ক্লাসে কমান্ডিং অফিসার ভিশন ২০৪১ বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশা পূরণ এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে উপস্থিত টিআরসিদের স্মার্ট হওয়ার আহ্বান জানান।