গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত

পিরোজপুরের স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রাম থেকে তাঁরা গ্রেপ্তার হন। খবর সমকালের।

ওই সময় তাঁদের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেলসহ বিভিন্ন দেশী অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ডুমুরিয়ার ফরিদ ইসলাম (২৭), বরিশালের মসিয়াদি এলাকার লিটন ওরফে বেকা লিটন (৩৫), স্বরূপকাঠীর সুটিয়াকাঠী গ্রামের মো. শাহিন বালি (৩৩), পশ্চিম সোহাগদল গ্রামের নাদিম খলিফা (২৪), কোটালীপাড়া উপজেলার নারিকেল বাড়ি এলাকার সবুজ শিকদার (৩৯)।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশ সোহাগদল ও সুটিয়াকাঠী এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের নাদিমের বাড়িতে অপরিচিত লোকজন রয়েছে বলে তথ্য পান তিনি। বিষয়টি ওসিকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে এসআই পনির খান, এসআই মনির, এএসআই ইয়াছিন, মো. সাইফুল, সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, বিভিন্ন এলাকার সচেতন মানুষের কাছে থানার সব কর্মকর্তাদের মোবাইল নম্বর দেওয়া আছে। তাই কোথাও কোনোপ্রকার অঘটন ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ তথ্য পায়। তথ্য পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করি।