পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

স্ত্রীকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে নড়াইল সদর থানাধীন মালিবাগ থেকে আসামি জাহাঙ্গীর শেখ ওরফে হেদায়েতকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি লোহাগড়া থানা এলাকায়।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় চার বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। লোহাগড়া ও নড়াইল থানায় তাঁর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

পুলিশ জানায়, হেদায়েতের প্রথম স্ত্রীর নাম মমতাজ বেগম। হেদায়েত দ্বিতীয় বিয়ে করার পর পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি রাতে মমতাজকে গলা কেটে হত্যা করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া জানান, এরপর থেকেই পলাতক ছিলেন হেদায়েত। সাজা থেকে বাঁচতে খুলনার ডুমুরিয়ায় নতুন সংসার বেঁধে আত্মগোপনে যান তিনি। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।