যশোর পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: পুলিশ নিউজ

যশোরের বেনাপোলে রেশমা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আবদুস সালামকে ১২ ঘণ্টার মধ্যে সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে পিবিআই যশোর।

গত ২৭ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করা আসামি আবদুস সালামের বর্তমান ভাড়া দেওয়া বাসায় মামলার বাদী তাঁর বোন রেশমা খাতুনের (৩৫) রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। বাদীর বোন হত্যাকাণ্ডের বিষয়টি বেনাপোল পোর্ট থানা-পুলিশ অবহিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভিকটিম রেশমা খাতুনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য তা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

এরই ধারাবাহিকতায় সোমবার রাত সাড় ১০টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন নুরনগর গ্রামের জনৈক সিরাজুল ইসলামের বাসা থেকে আসামি আব্দুস সালাম মোড়লকে (৪০) গ্রেপ্তার করা হয়।

আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।