ধর্ষণের মামলায় ময়মনসিংহ ডিবির অভিযানে গ্রেপ্তার তিনজন। ছবি: পুলিশ নিউজ

ময়মনসিংহের ফুলবাড়িয়ার রঘুনাথপুর এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি রঘুনাথপুর এলাকায় বাড়ির পাশের আমগাছ থেকে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী ফাহিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি নিছক আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা জানতে তদন্ত শুরু করে পুলিশ।
এ ঘটনার পর থেকে কয়েক দিনে ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবির চৌকস দল মাসুম ও শাহজাহান নামের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ধর্ষণ ও বিকৃত যৌনাচারের পর ফাহিমাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার কথা স্বীকার করেন।
শাহজাহানের সহযোগী হিসেবে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা হলেন সদর থানা এলাকার শহিদ মিয়া (৩৮), আলমগীর হোসেন (২৮), রাসেল মিয়া (১৯) ও পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২)। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাহিমা। পরদিন ভোরে বাড়ির পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় ফাহিমাকে দেখতে পায় পরিবারের লোকজন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহালে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার আলামত পায়।
পরে ওই দিন মেয়েটির মা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করে।