আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতারে অবস্থান করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সৌদি আরবের বিপক্ষে আজ মঙ্গলবার প্রথম ম্যাচে মাঠে নামতেই ম্যারাডোনাকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়বেন মেসি। খবর বাংলাদেশ প্রতিদিনের।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের মতো বড় আসরে খেলছেন মেসি। তিনিই আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এর আগে ম্যারাডোনা আর হাভিয়ের মাচেরানো দেশের হয়ে চারটি করে বিশ্বকাপ খেলেছেন।

কাতারে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার।